নাহিদ ৩ অগাস্ট শহীদ মিনার এ বলেছিলেন, আন্দোলনের লক্ষ্য হলো হাসিনার পতন(১) এবং ফ্যাসিবাদ বিলোপ (২). প্রথম কাজ শেষ, দ্বিতীয় কাজ এখনো বাকি! আগে সংস্কার তারপর নির্বাচন। এর মাঝে কেও আসলে তাদের ও পতন হবে!
বাংলাদেশ এর মতো এত জনবহুল দেশে কোনো পরিবর্তন (সংস্কার) ২-৩ মাস এ করা যায় না। বাংলাদেশ এ কোনো আইন পাশ হলেও সেটার প্রয়োগ শুরু করতে ৪-৫ বছর সময় দিতে হয়। সংস্কার শুধু নতুন আইন/নিয়ম/ব্যবস্থা করলেই হবে না। মানুষকে সেই নতুন নিয়ম এর সাথে মানায় নেয়ার সময় দিতে হবে। এইটা একটা গাছ এর মতো। বীজ বুনে ভুলে গেলে হবে না, পরিচর্যা করতে হবে ততদিন যতদিন না মূল/শেকড় শক্ত হয়। সত্যিকার এর সংস্কার চাইলে এর বাইরে অন্য কোনো উপায় নাই। কতদিন লাগবে সংস্কার করতে তা দেশের জনগণ, যারা রাজনীতি করে, সরকারি কর্মকর্তা সবার উপর নির্ভর করে।
ভবিষ্যতের নির্বাচিত সরকারের উপর আস্থা রাখা যায় না। কেন যায়নি সেটা আপনি অতীতের নির্বাচিত সরকারের ইতিহাস পড়লে জানতে পারবেন। না জানা থাকলে বলেন, আমি ২-৪ টা ইতিহাস এর উদাহরন দিতে পারবো।