তারেক জিয়া বলে যে “পরপর” ২ বারের বেশি কেও প্রধানমন্ত্রী হতে পারবে না। রাশিয়া তে এই আইন ছিল, পুতিন তার বেস্ট ফ্রেন্ড কে মাজখানে ২ মাসের জন্য এনে আবার নিজে ক্ষমতা নিয়েছিলেন। আইন হতে হবে যে “একজন সর্বোচ্চ ২ মেয়াদ বা ১০ বছরের অধিক প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হিসেবে থাকতে পারবে না”. এইটাও থাকতে হবে যে, “একজন ২ বার বা ১০ বছর প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি পদে থাকলে, সে আর রাষ্ট্র এর অন্য কোনো পদে থাকে পারবে না”. অর্থাৎ ২ বার বা ১০ বছর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদ আরোহন করার পর রাজনীতি থেকে অবসরে যেতে হবে।
একমাত্র এইভাবেই আমরা ভবিষ্যতে ফ্যাসিবাদী আজীবনের জন্য বন্ধ করতে পারবো।