রিজভীর ছলচাতুরি
যেসব রাজনৈতিক দলের ভোটারের সংখ্যা বেশি নয়, তারা আনুপাতিক নির্বাচনব্যবস্থার কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘যাঁরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। যাঁদের ভোটের সংখ্যা বেশি নয়। তাঁরা এটা একটা কৌশল হিসেবে নিয়েছেন। এটা দেশের মানুষ মেনে নেবে না।’
তিনি আরো বললেন “বিভিন্ন দেশে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা থাকলেও তারা বাতিলের কথা ভাবছে”
প্রথমত, জনাব এরকম ২ তা দেশে নাম বলেন তো যারা আনুপাতিক ব্যবস্থা বাতিল করেছেন?
গণতন্ত্রে সবার প্রতিনিধিত্ব থাকতে হবে। বর্তমান নির্বাচন ব্যাবস্থায় শুধু সংখ্যাগরিষ্ট দেড় প্রতিনিধি সংসদে থাকেন। বর্তমান ব্যাবস্থায় ফ্যাসিবাদ বকখনোই যাবে না। বিএনপি নিজেরা হলো ফ্যাসিবাদী পরিবারতান্ত্রিক দল। তারা কখনোই ক্ষমতা অন্যের সাথে ভাগাভাগি করতে যাবে না।
উনি বললেন যে এই ব্যবস্থা এ বেচা কেনা হবে। জনাব, আপনার কি জনগণ এ বোকা বানাতে লজ্জা করে না?
আনুপাতিক নির্বাচনব্যবস্থা হলে, নির্বাচনের আগে সব দলগুলোকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে হবে। এখন ধরেন ধামরাই থেকে বিএনপি যদি বাটপার একজন প্রার্থী নির্থারণ করে, সে যত বড়োলোক হোক, ধামরাই এর মানুষ তো আর তখন বিএনপি কে ভোট দিবে না। প্রতিটা আসনে এ এরকম ভালো প্রার্থী না দিলে ক্ষমতায় যাওয়ার মতো ভোট এ পাবে না।
বিএনপি কে তখন প্রার্থী নির্থারণ করতে হবে শট যোগ্য প্রার্থী দেখে।
এইসব রিজভীর মতো অভিজ্ঞ রাজনৈতিক ঠিক এ জানেন। কিন্তু উনি জনগণ কে মিথ্যা বলে থোকা দিচ্ছেন। ফ্যাসিবাদ এর চামচামি করছেন। আগে নিজের দোলে গনত্রন্ত আনেন, তারপোর্ট অন্যদের গনত্রন্ত্র শিখায়েন।